২৪ মার্চ ১৯৮৭ সালে বাংলাদেশে জন্ম নেয় এক ইতিহাস তৈরির কারিগর। কোন রাজনৈতিক ব্যক্তি বা বিজ্ঞানী নন তিনি।তিনি একজন বাংলাদেশি ক্রিকেটার।
২০০৬ সালে তিনি প্রথম জাতীয় দলের হয়ে খেলেন। ২০১১ সালে বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন। ২০১৫ সালে তিনি বিশ্বের প্রথম ব্যক্তি যে Test, ODI, T20 এই তিন ফরমেটেই no 1 All rounder হিসেবে নাম লেখান।
বর্তমানে তিনি,
👉Test এ 56 ম্যাচে 3862 রান, 210 উইকেট, 24 ক্যাচ ও 5 টি রান আউট করেন।
👉T20 এ 206 ম্যাচে 1567 রান, 92 উইকেট, 19 ক্যাচ ও 2 টি রান আউট করেন।
👉ODI এ 76 ম্যাচে 6323 রান, 260 উইকেট, 50 ক্যাচ ও 23 টি রান আউট করেন।
তিনি ই একমাত্র ব্যক্তি যে ,
১. বিশ্বকাপে ১০০০ রান ও ৩০ উইকেট নেন
২. 3 ফরম্যাট এ No 1 All rounder ছিলেন
৩. ২০১৯ বিশ্ব কাপে ৬০০ রান ও ১০ উইকেট নেন
৪. বাংলাদেশের মধ্যে টেস্ট এ ২১৭ রান করেন
৫. বাংলাদেশের মধ্যে ১৯৯ ম্যাচে ৬০০০ রান ও ২৫০ উইকেট নেন
এছাড়াও আরও রেকর্ড আছে যা এই মুহূর্তে আমার মনে নেই।
এই বিশ্ব রেকর্ড কারী ব্যাক্তি আর কেউ নন, বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ইন্ডিয়ান ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী বলেন-"ভিরাট কোহলির মতো ক্রিকেটার কোটিতে একজন হয় কিন্তু সাকিব আল হাসান এর মতো ক্রিকেটার বিশ্বে এক জন ই হয় " ।
বর্তমানে তিনি আইসিসি কর্তৃক ২ বছরের জন্য সাসপেন্ড হয়ে আছেন। ২৯ অক্টোবর ২০১৯ সালে তাকে আইসিসি ২ বছরের জন্য সাসপেন্ড করে।
কিভাবে একটি মিষ্টি ভালোবাসা দিবস উদযাপন করবেন
ভ্যালেন্টাইনস ডে কে ফেস্ট অফ সেন্ট বা সেন্ট ভ্যালেন্টাইনস ডে ও বলা হয়। ভালোবাসা দিবস একটি উদযাপন যেখানে ভালবাসা উদযাপিত হয়।এটি বহু দেশে জনপ্রিয় হয়ে ওঠে এবং সেখানেই দম্পতি / প্রেমিকরা বিভিন্নভাবে তাদের আবেগ এবং দুর্দান্ত প্রেম প্রকাশ করে, সেই বিশেষ তারিখটি ১৪
জ্ঞান নিয়ে অহংকারী হবেন না!
লাইফস্টাইল :: হুট করে রেগে যাওয়া কিংবা কারও সাথে খারাপ ব্যবহার করা কখনোই উচিত নয়। প্রকৃত জ্ঞানী ব্যক্তি কারও সাথে কখনোই খারাপ ব্যবহার করতে পারে না। জ্ঞান যতো অর্জিত হয় মানুষ ততো জ্ঞানের বিশালতায় নিজেকে হারিয়ে ফেলে। ফলে সে নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করতে পারে।
জ্ঞ
দৈনন্দিন জীবনের চেনা পরিচিত অসুখের ঘরোয়া প্রতিকার - earning point
দৈনন্দিন জীবনে আমারা নানা রকম অসুখে ভুগে থাকি। সব অসুখের জন্যেই যে ঔষধ খেতে হবে এমন কিন্তু নয়। আমাদের বাসা বাড়িতে থাকা নানা জিনিস কিন্তু আপনার অসুখ কমিয়ে দিতে কিংবা সারিয়ে তুলতে পারে। এই আর্টিকেলে আমাদের ঘরোয়া কিছু উপাদানের সাহায্যে কয়েকটি অসুখ প্রতিকার সম্পর্
শীতে পুরুষের ত্বকের যত্ন
শীতে ছেলেদের ত্বক হয় অনেক বেশি রুক্ষ! বিশেষ করে গোসলের পর ত্বক হয় খসখসে। এই শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে হলে সঠিকভাবে এর যত্ন নেওয়া চাই। কারণ, ত্বকের যত্ন ঠিকভাবে না নিলে চোখের নিচে কালো দাগ পড়তে পারে এবং চামড়া শুষ্ক হয়ে যায়।
বাজারে ছেলেদের জন্য বিভিন্ন ধরনের ক্র
গাছ সংরক্ষণ করুন এবং গড়ে তুলুন গাছের প্রতি ভালোবাসা - ep - Earning point news
বুঝতে- শেখার বয়স থেকেই আমরা শুনেছি যে গাছ আমাদের সেরা বন্ধু তবে বাস্তব জীবনে আমরা গাছকে বন্ধু হিসাবে দেখি, এমন কাউকে আমি দেখিনি। যদিও গাছ পৃথিবীর সবচেয়ে মূল্যবান জীবন উৎস। গাছ প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে প্রতিটি জীবনের রূপকে উপকৃত করে। প্রাকৃতিক ভারসাম্য বজায
Free Fire নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা - Game News Earning point
বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল গেমস গুলোর মধ্যে একটি হচ্ছে free fire . গেমসটি জনপ্রিয় হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এটি কম এমবি এক হাই গ্রাফিক্স এর গেমস।
সংক্ষিপ্ত তথ্য :-
How to Make a tasty burger - earning point
Burgers can be made in many ways. There are thousand ways to make burgers. Here is a simple recipe to make a chicken burger very fast.
Ingredients:
1. Bun
2. Chicken (250gm)
3. Lettuce
4. Mayonese
5. Red Chilli Sauce
6. Tomato
7. Flour
8. Cooking Oil
9. Salt
10. Soya Sauce
11. Milk
How to make:
First take the chicken meat and add salt, pepper, soya sauce with it. keep it at the refrigerator for atleast 1hour after marinating.
Then make a flour-milk batter with some water. Then take another cup and take some flour in it. Lightly season it with some salt and pepper. Then heat some cooking
সালমানের নায়িকার গাড়িতে ধাক্কা লেগে যুবক নিহত
সালমান খানের ‘বীর’ ছবির নায়িকা জারিন খানের গাড়িতে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার গোয়ায়। জানা গেছে, তখন মোটরবাইক চালাচ্ছিলেন এই যুবক। বলিউড তারকা জারিন খানের গাড়িটি রাস্তার ধারে থেমে ছিল। মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে জোর